Friday, July 28, 2017

আলাদিনের যাদুর চেরাগ

বড় হবার কোন ধরনের ইচ্ছাই আমার ছিল না।
এখনও নেই।
তবুও কেন জানি বড় হয়ে যাচ্ছি।
মাঝে মাঝে নিজের বয়সের হিসেবটা কষতে গিয়ে আঁতকে উঠি।
আরে, ঐ দিনই না আমি ছোট ছিলাম.. ঐ দিনই না হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখলাম। ঐ দিনই না প্রথম আম্মুর হাত ধরে গিয়েছিলাম স্কুলে..
অথচ আজ এই আমি মনের অজান্তেই এত বড় হয়ে গিয়েছি।
প্রতি মুহূর্তে আমি অবাক হয়ে যাই- আমি বড় হয়ে যাচ্ছি...
সাথে সাথে অনেক দায়িত্ব চাপছে আমার ঘাড়ে...
আচ্ছা আমরা কি সবাই আমাদের অন্তিম পরিনতির দিকেই এগুচ্ছি? নাকি একটা একমুখী চক্রে আবর্তন করছি? যে চক্রের স্রষ্টা মহান আল্লাহ্ তাআলা..
আলাদিনের যাদুর চেরাগ যদি হাতে পেতাম, তাহলে তিনটা না , একটামাত্র জিনিসই চাইতাম--
"বড় যেন না হই আর,
  ছোটই থাকি আজীবন...
হাসি-ঠাট্টা-প্রাণ-চাঞ্চল্যে
  ভরে থাক মোর সারাজীবন"

****************
I have had no choice to grow old like a man, I always wanted to remain a child..
But alas! I 'm growing older unconsciously..
Sometimes I become surprised computing my own age myself..
I can easily remember the day I was a little boy..
the day I learnt to walk  by creeping..
the day I went to school grasping mamma's hand..
Surprise! I am growing older in every second..
Gradually responsibility on my shoulder gotta weighted..
I wish I hv ALADIN's magic lamp, I would pray-
"I don't wanna became a man..
no never..
I wanna remain a child forever.. "
Almighty Allah granted my prayer.. He made my mind childlike which won't grow old anymore..
no.. ever.. never..

No comments:

Post a Comment