Thursday, March 23, 2017

রুপকথার রাজকন্যা


একটা ব্যাকডেটেড মেয়ে দরকার। যে ভালোবাসি বলার আগে তিনবার হোচট খাবে।
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার চেয়ে চিঠিতে যে স্বপ্ন আঁকতে ভালবাসে। ভালোবাসার বিজ্ঞাপন করা যার ভীষণ অপছন্দ, তার প্রেমিকটি নাহয় সারা পৃথিবীর থেকে লুকিয়ে থাকুক।
অভিজাত রেস্তোরা তার কাছে অস্বস্তির আড্ডাখানা,কিন্তু বকুল তলায় গেলে মুখে খই ফুটে তার। 
হাত ধরতে চাইলে যে লজ্জায় অবনত শিরে দাড়িয়ে থাকবে, কিন্তু রাস্তা পেরোবার সময় যে ভয়ে আমার
হাত খামচে ধরে ভালোবাসার তীব্রতা বুঝিয়ে দেবে।
চটপট আধুনিকাদের ভিড়ে যে হবে বড্ড সেকেলে...

Saturday, March 4, 2017

গল্পটা প্রোগ্রামিং-এর-০১ (A Tale of Programming-01)

খুব কাছে থেকে উপলব্ধি করা কিছু অভিজ্ঞতা। জিনিয়াস কিছু বন্ধু, বড়ভাই আর বড় বড় প্রোগ্রামারদের দেখা কিছু লাইফ স্টাইল। জানিনা গল্পটা আপনার পছন্দ হবে কিনা.. জানিনা গল্পটা আপনার ভালো লাগবে কিনা...
আসুন শুরু করি গল্পটা। গল্পটা প্রোগ্রামিং-এর। প্রোগ্রামিং-এর গল্প। প্রোগ্রামারদের গল্প।
(I gonna tell you the story of some real life experiences. Some experiences from some of my genius programmer  friends and forefathers. I don’t know whether you may like the story or not..
Let’s start the tale.. The tale of programming.. The tale of programmers.)
U guys feel free to give me any feedback. U can find me in Facebook:
https://web.facebook.com/mubin.hasan.33
Thank you..
https://www.youtube.com/playlist?list=PLPpa1kNmbhoF11ZFFAPOnohuQ1sQqc4ce