Wednesday, May 3, 2023

সময়ের মূল্য

 

ক্লাস টেন এ "সময়ের মূল্য" নামে একটা প্রবন্ধ পড়েছিলাম। খুব বোরিং একটা রচনা, কিছুতেই মুখস্ত হতে চায় না। হয়তো না বুঝে মুখস্থ করার ফল। কিন্তু বড় হবার সাথে সাথে হয়তো অনেক কিছুই বুঝে আসে, তখন মুখস্থ না করেই হাজার ওয়ার্ডের একটা রচনা লিখে দেয়া যায়। যেমনটা আজকে আমি লিখবো–

সময় শুধু মূল্যবান নয়, অদ্ভুত একটা জিনিশ। আগে মানুষ চাইতো টাকা, এখন চায় সময়।

আপনার বন্ধুবান্ধব আপনার থেকে সময় চাইবে। সময় দিন—আপনার চারপাশে অনেক বন্ধুবান্ধব থাকবে। আড্ডা হবে আর চিল হবে। আপনার পরিবার আপনার থেকে সময় চাইবে। সময় দিন—আপনার পরিবার আপনার পাশে থাকবে। আপনার প্রেমিকার আবদার তাকে সময় দিতে হবে। সময় দিয়ে তার সব আবদার পুরণ করুন, সে আপনাকে অনেক ভালবাসবে।

সময় দিন–আপনি পড়াশুনায় অনেক ভালো করবেন, সময় নিয়ে রান্না করুন—রান্না অনেক ভালো হবে, অন্যথায় পোড়া তরকারি খেতে হবে। রিসার্চে সময় দিন—অনেক পেপার পাবলিশ হবে, আপনার জবে অনেক সময় দিন—ওভারটাইম করুন, আপনার বস আপনাকে অনেক পছন্দ করবে। জবে সহজে প্রমোশন হবে। সময়ের  বিনিময়ে সময় আপনাকে টাকা দেবে, সম্মান দেবে, ভালোবাসা দেবে।

এতকিছুতে সময় দিতে গিয়ে হঠাৎ একসময় চিন্তা করে দেখবেন—আপনার নিজের জন্যই আপনার কোনো সময় নেই। তারপর একসময় নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যান—দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে। চোখ খুলে দেখবেন—কেউ নেই, একা নিজেই।

সমাজ নামে একটা অদৃশ্য শৃঙ্খলে আমরা আজ আটকে আছি সবাই। সবাই আউটপুট দেখতে চায়, জটিল জটিল প্রশ্ন করে—এখন কি করছো (মানে এখন কি জব করছেন? ভালো জব নাকি খারাপ জব? সরকারী নাকি বেসরকারি জব, কম বেতনের নাকি বেশি বেতনের জব)? ক্যারিয়ার প্ল্যান কি? আজ থেকে পাঁচ বছর পর তুমি নিজেকে কোন পজিশনে দেখতে চাও?

কেউ জিজ্ঞেস করবে না—আপনি কেমন আছেন কিংবা রাতে কিছু খেয়েছেন কিনা। হয়তো খুব বেশি কারটেসি হলে জিজ্ঞেস করবে—শরীর কেমন? কেউ জিজ্ঞেস করবে না—আপনার মনের অবস্থা কেমন।

একবার নিজেকে পাল্টা প্রশ্ন করে দেখুন—কেমন আছে আপনি? আপনি ভালো নেই। রাতে শেষ কবে ভালভাবে খেয়েছেন? দেখবেন মনে করতে পারবেন না। শরীর কেমন? হয়তো এটা খেয়াল করার সময় পর্যন্ত হয় নি আপনার। আর মনের অবস্থা? তা কি ভালো থাকে কখনো?

সবাই আপনার থেকে সময় চইবে, আউটপুট চাইবে, কি করে বুঝাবেন যান্ত্রিক এ জীবনে আর সমাজের এ চাপে টিকে থাকার জন্য আপনার নিজেকে দেয়ার মতো সময়টুকুও আপনার নেই। রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন—

"সময়ের মহাসমুদ্রে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই"।

~হাসান,

কেনসিংটন, নিউ সাউথ অয়েলস,অস্ট্রেলিয়া

০২-০৫-২০২৩

No comments:

Post a Comment