আমি
এখন দয়াল বাবার দরবারে। বাবাকে কদমবুচি করে বললাম, “বাবা, দীর্ঘদিন আমার লাইফের
কোনো উন্নতি হচ্ছে না... তাবিজ দাও।”
বাবা
মাথায় হাত বুলিয়ে দিলো। হাতে একটা গোল তাবিজ দিয়ে দিলো। আমি বাবাকে কদমবুচি করে
দরবার থেকে বের হলাম। হাতে কিছু টাকা গুজে দিলাম।
চুপিচুপি
তাবিজটা খুলে ভাবলাম পড়ে দেখি। কিছু হবে না। রেশমি কাপড়ে পেঁচানো হরিণের চামড়া।
তার মধ্যে সিংহের রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লিখা- “ফেইসবুক চালাবি না!”
আতঙ্কে
স্বপ্নটা ভেঙ্গে গেল। ফেইসবুকে লগইন করে দেখি- আইডি হ্যাকড।
মুবিন
কাদিরাবাদ সেনানিবাস
১৬-০৩-২০১৮
No comments:
Post a Comment