বরফ দেখলে কেন জানি আমার মানুষের কথা মনে হয়। মানুষের মধ্যে 'ফ্রিজিং পয়েন্ট' বলে একটা ব্যাপার থাকে।
.
যে পয়েন্টে গেলে মানুষ খায়-দায়,ঘুমায়,টিভি দেখে,ফেসবুকিং করে। ক্লাস করতে যায়,আড্ডা দেয়। কিন্তু সে ভিতরে জমে আছে,বরফের মতো।
মন খারাপ?
-না।
হতাশ?
-না।
কিছু চাইছো?
-না।
খারাপ লাগছে?
-না।
ভালো লাগে?
-তাও না।
.
অথচ সে পরীক্ষায় ফেল করে নি। তাকে কেউ ভালোবাসায় তীক্ষ্ম প্রত্যাখান করে নি। সে ক্ষুধার্ত হয়ে রাস্তায় চট বিছিয়ে শুয়ে নেই। সে শুধু জমে আছে,শুকিয়ে আছে। ঝরা পাতার মতো।
.
যে প্রশ্নটা তখন সবচেয়ে বেশি কানে বাজে,'হোয়াট'স রং উইথ মি?' আমি চলছি,সুস্থ-স্বাভাবিক। কিন্তু এই প্রকৃতি,এই কোলাহল,এই শহর,এই মায়াজাল,এই একঘেয়ে আবেগ কোনোকিছুই আমাকে টানে না। আমাকে কিছু স্পর্শ করছে না। কিংবা আমিই হয়তো স্পর্শের বাইরে আছি। হয়তো!
.
আমাদের সবারই কখনো কোথাও একটা ফ্রিজিং পয়েন্ট ছিল। বরফখন্ডের মতো ভেসে ছিলাম প্রশান্ত কিংবা অটলান্তিকে। ভেঙ্গেছি,চুরমার হয়েছি,ভাগ্য প্রসন্ন হলে গলতে পেরেছি। একটু উত্তাপের আশায় অপেক্ষা করেছি দিন,মাস,বছর কিংবা একটা জীবন...
- Written by Shadman Zahin, BUET
No comments:
Post a Comment