Wednesday, November 22, 2017

An introduction to Numerical Techniques

An introduction to Numerical Techniques


Mathematics is an elegant and precise subject.  However when numerical answers are required one sometimes needs to rely on approximate methods to obtain useable answers.
There are many problems which simply do not have analytical solutions, or those whose exact solution is beyond our current state of knowledge. There are also many problems which are too long (or tedious) to solve by hand. When such problems arise we can exploit numerical analysis to reduce the problem to one involving a finite number of unknowns and use a computer to solve the resulting equations.
The text starts with a description of how we could perform some very basic calculations (that is, simply using the computer as a calculator). It then moves on to solving problems which cannot, in practice, be solved by hand.
Sometimes the solution of these problems can become as intricate and involved as the original problems and requires almost as much finesse and care to obtain a solution. There are several options available to us, both in terms of language and also overall approach.

Finding roots of non-linear equations

An standard equation, y=f(x)………………………(1)
Equation (1) may be of any kind of following equations:
1.     Algebraic Equation
2.    Polynomial equation
3.    Transcendental equations
Linear eqn: y=3x + 5
Non-linear equation: y= x^2 +1
                                 2x+3xy-25=0
Methods of solution:
1.     Direct methods
2.    Graphical methods
3.    Trial and error methods
4.    Iterative methods

Friday, November 17, 2017

কম্পিউটার প্রোগ্রামিং ও বাইসাকেল রাইডিং| Computer Programming & Bicycling | MUBIN


আজকে হঠাৎ মোবাইলে একটি গেম খেলার সময় মনে হল আমরা কেন প্রোগ্রামিং শিখব সেটা নিয়ে কিছু লিখা যায়। মূলত যাদের প্রোগ্রামিং নিয়ে খুব সামান্য ধারণা আছে এবং যারা শিখতে চাও তাদের প্রোগ্রামিং সম্পর্কে আগ্রহী করে তোলার জন্যই এ লেখাটি।
এক কথায় প্রোগ্রামিং মানে হল প্রোগ্রাম বা সফটওয়্যার বানানো। আমরা কম্পিউটারে যা ব্যবহার করি সবই একেকটা প্রোগ্রাম। একটি নির্দিষ্ট ভাষা ব্যবহার করে এগুলো লেখা হয়। যে ভাষা ব্যবহার করে এগুলো লিখা হয় তাকে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বলে।
প্রোগ্রামিং শিখতে গেলে প্রথমে যেই প্রশ্নটা আসবে সেটা হল কেন আমরা প্রোগ্রামিং শিখব? উত্তর খুব সোজা! কম্পিউটারকে চালানোর জন্য প্রোগ্রামিং শিখব! তুমি হয়ত বলতে পার এই যে মিডিয়া প্লেয়ারে দুইটা ক্লিক করলেই গান চালু হয়ে যাচ্ছে অথবা মাউসের দুটো ক্লিকেই যে কোন গেমস আমি খেলতে পারছি কিন্তু প্রোগ্রামটা কোথায়?
কিন্তু সত্যি কথা হল কম্পিউটার একটা বোকা যন্ত্র। নিজে কিছু করার ক্ষমতা এর নেই। একে দিয়ে কাজ করিয়ে নিতে হয়। তুমি চাইলে ১০০ মানুষের কাজ এই কম্পিউটার দিয়ে করিয়ে নিতে পার। আর করিয়ে নেওয়াটাই হল প্রোগ্রামিং। অর্থাৎ একটি নির্দিষ্ট প্রোগ্রাম সেট করে দেওয়ার পরই তুমি যে কোন কাজ করতে পারছ। যেমন তুমি গান শুনতে পারছ, এনিমেশন বানাতে পারছ অথবা গেমস খেলতে পারছ। তাহলে কেমন হয় যদি তুমি নিজেই একটা প্রোগ্রাম বানিয়ে ফেলো? হতে পারে সেটা গেমস অথবা অন্য কিছু।
একটা কথা সহজেই বোঝা যাচ্ছে যে কম্পিউটারকে চালানো প্রোগ্রামিং ছাড়া অসম্ভব। তাছাড়া এটা অসম্ভব মজার একটি জিনিস। একবার তুমি করা শুরু করলেই বুঝতে পারবে। আমি একথা মোটামোটি নিশ্চিতভাবেই বলতে পারি একবার তুমি প্রোগ্রামিং করা শুরু করলে হয়ত দেখা যাবে গেমস খেলার চেয়ে গেমস বানানোতেই তোমার আগ্রহ বেশি হয়ে যাচ্ছে।
আগেই বলে রাখি, ইহা একটি যাচ্ছেতাই মটিভেশনাল ভিডিও। আমার মত একেবারে বাচ্চা ছেলেদের জন্য। হাই-স্কুল-কলেজ লেভেলের পোলাপানদের জন্য। অবশ্যই এক্সপার্টাইজদের জন্য না। কম্পিউটার প্রোগ্রামিং কি? কেন? কিভাবে শুরু করব? এইটা দিয়ে কি করে? এইসব হাবিজাবি প্রশ্নের উত্তর হয়তোবা এই ভিডিওতে পেতে পারেন। আমার কোনো ভিডিওই intentionally বানানো না। তাই ব্যাকগ্রাউন্ড ignore করবেন।
ওহ, আমার পরিচয়টাই তো দিলাম না। আমার নাম মুবিন। পুরো নাম মোঃ মাহমুদুল হাসান মুবিন। কুয়েটে EEE তে পড়েছি।আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে subscribe বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু!!
সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়। 🙂
ধন্যবাদ।

Sunday, October 29, 2017

live it,love it.color it.....try to loose control of it

প্রিয়,মাঝে মাঝে আমরা অন্যের মাঝে নিজেকে খুজে পাই।প্রত্যেকটি প্রতিচ্ছবি নিজেকে আরও স্পষ্ট ভাবে চিনায়,আলো দেখায়।থ্যাংক ইউ,ইউ আর রাইট।দিন শেষে আমরা সবাই অনেক একা।বাট এভরিওয়ান নিড সামওয়ান।

তাই চলো,বের হই।বাইরের আলো খুব বেশি না হলেও অন্ধকারে পথ ঠিকই দেখাবে।ফুল হই,বৃষ্টি হই,মেঘ হয়ে হারিয়ে যাই।বাতাস হয়ে মেঘ পাড়ি দেই।বন্ধু হই...........................

live it,love it.color it.....try to loose control of it.
এই জীবনে কেউ জিতবে,কেউ হারবে।কেউ হারিয়ে যাবে।এটাই নিয়ম।আবার হয়তো বিকালে ছাদে কেউ একা কাঁদবে......কেউ হয়তো ভুলে জড়াবে এই শহরের ফাঁদে..........................

Friday, July 28, 2017

আলাদিনের যাদুর চেরাগ

বড় হবার কোন ধরনের ইচ্ছাই আমার ছিল না।
এখনও নেই।
তবুও কেন জানি বড় হয়ে যাচ্ছি।
মাঝে মাঝে নিজের বয়সের হিসেবটা কষতে গিয়ে আঁতকে উঠি।
আরে, ঐ দিনই না আমি ছোট ছিলাম.. ঐ দিনই না হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখলাম। ঐ দিনই না প্রথম আম্মুর হাত ধরে গিয়েছিলাম স্কুলে..
অথচ আজ এই আমি মনের অজান্তেই এত বড় হয়ে গিয়েছি।
প্রতি মুহূর্তে আমি অবাক হয়ে যাই- আমি বড় হয়ে যাচ্ছি...
সাথে সাথে অনেক দায়িত্ব চাপছে আমার ঘাড়ে...
আচ্ছা আমরা কি সবাই আমাদের অন্তিম পরিনতির দিকেই এগুচ্ছি? নাকি একটা একমুখী চক্রে আবর্তন করছি? যে চক্রের স্রষ্টা মহান আল্লাহ্ তাআলা..
আলাদিনের যাদুর চেরাগ যদি হাতে পেতাম, তাহলে তিনটা না , একটামাত্র জিনিসই চাইতাম--
"বড় যেন না হই আর,
  ছোটই থাকি আজীবন...
হাসি-ঠাট্টা-প্রাণ-চাঞ্চল্যে
  ভরে থাক মোর সারাজীবন"

****************
I have had no choice to grow old like a man, I always wanted to remain a child..
But alas! I 'm growing older unconsciously..
Sometimes I become surprised computing my own age myself..
I can easily remember the day I was a little boy..
the day I learnt to walk  by creeping..
the day I went to school grasping mamma's hand..
Surprise! I am growing older in every second..
Gradually responsibility on my shoulder gotta weighted..
I wish I hv ALADIN's magic lamp, I would pray-
"I don't wanna became a man..
no never..
I wanna remain a child forever.. "
Almighty Allah granted my prayer.. He made my mind childlike which won't grow old anymore..
no.. ever.. never..

Tuesday, July 4, 2017

আমার এ ছন্নছাড়া অগোছালো জীবনধারা...

বড্ড রুটিনছাড়া হয়ে গেছি আমি। খুব অগোছালো। পড়াশুনা আগের মতো করি না। রুটিনবিহীন জীবন। খাই-দাই মুভি দেখি-ভার্সিটি যাই- ক্লাস নেই-ঘুমাই।
মাঝে মধ্যে খুব হতাশ লাগে নিজেকে। লাগাম বিহীন একটা ঘোড়া। অথবা নোঙর ছাড়া একটা জাহজ। নিজের DESTINY টাও ঠিকমতো জানি না।
মাঝেমধ্যে খুব একাকীত্বে ভুগি আমি। মনের কথাগুলো কাঊকে বলা হয় না। ফেইসবুকে অযথা স্ট্যাটাস দিয়ে টাইম কিল করি। হোয়াটসঅ্যাপে ঢুকে দেখি কে অনলাইনে। কাঊকে নক করা হয় না। হোয়াটসঅ্যাপটা uninstall করে দেই। নাহ থাক। কখনও কাজে লাগতেও পারে।
কখনো মনে হয় একটা গার্লফ্রেন্ড থাকলে মন্দ হতো না। অন্তত এই খারাপ লাগা ভাবটা থাকতো না।  পরক্ষণে ভাবি- নাহ।  বাবা-মার প্রতি এতটা অকৃতজ্ঞ হতে পারব না আমি।
বিকেলে বের হতে খুব ভয় পাই আমি। জুটি দেখা যায়। জুটি দেখতে আমার ভালো লাগে না। ইচ্ছা করে তিব্র বেগে একটা থাপড়ানি দিতে। পারি না। মাথা নিচু করে চলে যাই। 
মাঝেমধ্যে খুব বোকা মনে হয় নিজেকে। টানা কয়েকটা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই। তারপর আবার ডিলিট করে দেই। রাগের চোটে কয়েকজনকে আনফোলো করে দেই। অথবা টানা কয়েকঘণ্টা মুভি দেখে নষ্ট করি। খুব AIMLESS মনে হয় নিজেকে। দেশ নাকি বিদেশ?
-বিদেশ? IELTS দাও। জার্নাল লিখো। Australia-Canada টার্গেট রাখো। অনেক টাকা আছে ওখানে। পারলে GRE দাও। প্রফেসর কন্টাক্ট করো। পার্মানেন্টলি থাকার চিন্তা করো। Australia তে সহজ। কানাডাতে? আরও বেশি।
-কিন্তু ফ্যামিলি? রিলেটিভ? ফিরে আসলে কিন্তু লাইফ শেষ। Decision নাও। এখনো সময় আছে।
-দেশে থাকবা? DPDC, DESCO, PDB, PGCB, Nuclear Plant। স্যালারি কত জানো? এক লাখ টাকা starting স্যালারি।
আর বি সি এস? বি সি এস পড়ো। অনেক ক্ষমতা। পুলিশের এ এস পি। অথবা এ ডি সি। অনেক পেনশন। সরকারি চাকরি সোনার হরিণ। সরকারি চাকরি ছাড়া কিন্তু ভাত নাই... বেসরকারি চাকরি?  মানুষে মেয়ে দিবে না। ৩০ বছর পর্যন্ত ট্রাই করো। না হইলে গো টু বিদেশ।
-হেহ... Engineering পইড়া মুরগীর মতো general Knowledge পড়বো? কখনও না।
দিনশেষে আবারো হতাশ হই আমি। চরম indecision এ ভুগি। IELTS এর বইগুলো ফেলে Thereja'র মেশিন ম্যাথ ধরি। বুঝতে পারি কোনো এক জায়গায় কিছু একটা ভুল হচ্ছে... IELTS-11 বইটা হাতে নেই। এনার্জি ল্যাম্পের উজ্জ্বল আলোয় আবছা হয়ে আসে দাঁতভাঙা ইংরেজি ওয়ার্ডগুলো...মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমার।


মুবিন।
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট।
০৪-০৬-২০১৭
রাত। ১০।৪১ 

স্বপ্নে দেখা রাজকন্যা -২




স্বপ্নটা আমি এখনো দেখি। শক্ত করে ধরে আছি তোমার হাত। হেঁটে যাচ্ছি গন্তব্যহীন কোনো উদ্দেশ্যে... অনন্তকাল ধরে। দৃষ্টি দূর বহুদূরে... দৃষ্টির সীমানারও বাইরে..

কান্না...

-মুবিন।
-হুম।
-একটা কথা বলি।
-বল।
-পিছন থেকে সব মেয়েকে দেখতেই ওর মতো লাগে... 
-ভালো তো।
-দোস্ত, বলতো ও আমাকে ছেড়ে গেলো কেনো? কি করি বলতো... 
-মইরা যা।
হঠাৎ ওর মুখের দিকে তাকাতেই বাকরুদ্ধ হয়ে যাই আমি। হাঊমাঊ করে কাঁদছে ছেলেটা।
মুখ দিয়ে একটা কথাও বের হয় না আমার। খোলা আকাশের নীচে বড্ড অসহায় লাগে নিজেকে... 

স্বপ্নে দেখা রাজকন্যা...

মেয়ে, এ জগতে তোমায় পাই বা না পাই
ও জগতে তোমার মতো একটা হুরপরী চাই......

Friday, June 16, 2017

Dear hobu gf

Dear hobu gf, I hv been searching for you everywhere bt not finding u anywhere. Would you please find me now? Here I am. I am pretty tired of the game-Hide & seek......... ;)

Thursday, June 15, 2017

Control ur Emotions..

Sometiems I am suffering by a disease- emotion. Sometimes it argues with my coscience, sometimes it urges me to give a facebook post, which further causes the killing of times. €sometiems it makes me nostalgic, sometimes homesick, sometimes furious.
Don't give a shit to emotion. Always be practical. The peoples who are affected byt this disease are the most foolish people around the world.

Life Saturates…



Probably this is the very first time I am writing my daily life story online in English. Though it’s pretty much easy to express our feelings in the language we think, in the language we dream and in the language we are used to almost 80% of times, I mean our mother toung.
Let me tell you something about life- basically my present lifestyle. It’s worth about taking classes in the university, examining the exam scripts at the weekend, taking labs and workshops in my Robotics Club. It’s a great pleasure for me and also great ‘rahamath’ of Allah that I got a pretty good job after 15 days of my graduation. May be this was whimsical, this was fortunately or this was on the planned by the Almighty.

BTW it’s almost 1 year I have done with my job. Though it’s a great pleasure for me to taking programming classes, especially labs and basic electrical related classes, sometimes I feel lonely. Sometimes I feel I need to do something, sometimes I feel empty in myself.

Now I am going in a parallel way. I think there are many parallel paths in our life to reach in destination. We have to search every paths in which we have the greatest choice or opportunity we should go there. As example, from medical, Engineering and Business, I choose Engineering.

The most important thing is that I think I have no guardian to pave my way of career at this time. I am just going I my way. Dad, Mom and my elder Sister always tell me to do the best what can I do but I don’t know what I have to do.

The answer is what you have to do is what your 2/3 year seniors from KUET/BUET are doing now. They may be my forefather. I am enjoying my job but sometimes I am not feeling happy. Sometimes I am confused what I should do? Sometimes indecision, sometimes stress sometimes anxiety make my life complex.  Sometimes I feel life is beautiful sometimes I feel it just saturates.

Whatever it may be, peoples always says- “Life sucks” but I think whatever happens in my life is -“Life saturates”.

This life is what you make it. No matter what, you're going to mess up sometimes, it's a universal truth. But the good part is you get to decide how you're going to mess it up. Girls will be your friends - they'll act like it anyway. But just remember, some come, some go. The ones that stay with you through everything - they're your true best friends. Don't let go of them. Also remember, sisters make the best friends in the world. As for lovers, well, they'll come and go too. And baby, I hate to say it, most of them - actually pretty much all of them are going to break your heart, but you can't give up because if you give up, you'll never find your soulmate. You'll never find that half who makes you whole and that goes for everything. Just because you fail once, doesn't mean you're gonna fail at everything. Keep trying, hold on, and always, always, always believe in yourself, because if you don't, then who will, sweetie? So keep your head high, keep your chin up, and most importantly, keep smiling, because life's a beautiful thing and there's so much to smile about.” 
― Marilyn Monroe


“He has achieved success who has lived well, laughed often, and loved much;
Who has enjoyed the trust of pure women, the respect of intelligent men and the love of little children;
Who has filled his niche and accomplished his task;
Who has never lacked appreciation of Earth's beauty or failed to express it;
Who has left the world better than he found it,
Whether an improved poppy, a perfect poem, or a rescued soul;
Who has always looked for the best in others and given them the best he had;
Whose life was an inspiration;
Whose memory a benediction.” 
― Bessie Anderson Stanley

Your time is limited, so don’t waste it living someone else’s life. Don’t be trapped by dogma, which is living with the results of other people’s thinking. Don’t let the noise of others’ opinions drown out your own inner voice. And most important, have the courage to follow your heart and intuition.
- Steve Jobs