Friday, November 20, 2020

About me

 আকাশটা দেখতে ভালবাসি। ভালোলাগে আকাশের তারা দেখতে। ওরিওন, অ্যান্ড্রমেডা, সিরিয়াস, ক্যানোপাস…

 

শত শত আলোকবর্ষ দূরের নক্ষত্ররাজি থেকে ঠিকরে পড়া আলো আমাদের চোখে এসে ধরা পড়ে শতবর্ষ শেষে। তারাদের অতীত দেখে আমরা বিস্মিত হই। আশ্চর্য!  তাই না? গভীর রাতে ছাদে শুয়ে আকাশের তারা দেখেছেন কখনো? দেখতে পারেন। খারাপ লাগার কথা না।


অবাক হয়ে বৃষ্টি দেখতে ভাললাগে। মানুষের মনের উপর অদ্ভূত রকমের প্রভাব আছে বৃষ্টির। 


ছোটবেলাটাকে খুব বেশী মিস করি। বারবার ফিরে যেতে চাই ওই সময়টায়। বড় হবার কোনো ধরনের ইচ্ছাই আমার ছিলো না। এখনও নেই। তারপরও কেনো জানি মনের অজান্তেই বড় হয়ে যাচ্ছি।  হয়তোবা সবাই আমরা আমাদের অন্তিম পরিনতির দিকে অগ্রসর হচ্ছি। আমরা একটা মানবচক্রে আবর্তন করছি... যে চক্রের স্রষ্টা মহান আল্লাহ্ তাআলা..  


বই পড়তে ভলোলাগে। আমার কাছে পৃথিবীর সবথেকে সহজ কাজ বই পড়া। আর সবথেকে কঠিন কাজ কাপড় গুছানো। কথাটা শুনে বন্ধুরা অনেক অবাক হয়েছিলো। আামি অবাক হবার কোনো কারন দেখি না..


হিমুর সাথে কোনো ধরনের মিল আামার নেই। মিসির আলির সাথে? একদম না। হয়তোবা শুভ্র'র সাথে কিছু জিনিস মিলে যায়। তবুও আমি হিমু হতে চাই..


চিন্তা করতে ভালোবাসি। সামনে বই নিয়ে ঘন্টার পর ঘন্টা উদ্ভট-অবান্তর চিন্তা করে কাটিয়ে দিতে পারি আমি। টেবিলে ঘুমিয়ে রাত কাটিয়ে দেবার বেশ কয়েকটা রেকর্ড আছে আমার!


সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করি। হাসিখুশি দেখতে চাই কাছের মানুষগুলোকে। একাকী থাকতে খারাপ লাগে না। তবে মাঝেমধ্যে অকারনে মন খারাপ হয়ে যায়। 


একটা স্বপ্ন প্রায়ই দেখি আমি। হেঁটে যাচ্ছি গন্তব্যহীন কোনো উদ্দেশ্যে। অচেনা একটা রাস্তা ধরে। যে রাস্তা কখনো শেষ হয় না। অথবা শেষ হয়। অজানা একটা শহরে। যে শহরে কেউ কাউকে চেনে না। যে শহরে আবেগ মানুষকে স্পর্শ করে না। যে শহরে কারও কোনো প্রয়োজন নেই… 


In an anonymous city:

https://www.youtube.com/watch?v=52VgV6lVv7Y 


****************

I have had no desire to grow old like a man, I always wanted to remain a child..

But alas! I 'm growing older unconsciously..

Sometimes I become surprised computing my own age myself.. 

I can easily remember the day I was a little boy.. 

the day I learnt to walk  by creeping.. 

the day I went to school grasping mamma's hand..

Surprise! I am growing older in every second..

Gradually responsibility on my shoulder gotta weighted..

I wish I hv ALADIN's magic lamp, I would pray-

"I don't wanna became a man..

no never..

I wanna remain a child forever.. "

Almighty Allah granted my prayer.. He made my mind childlike which won't grow old anymore.. 

no.. ever.. never..


(Me, Mubin. The real phonetics is Mubeen & the meaning is - someone/something that speaks something clearly.

The word "Mubeen" appears 84 times in the Quran and 125 times in total (i.e with words like mubeena, Almubeen....)

Surah Yaseen (Chapter of Holy Quran) has 7 mubeens, i.e. you can find the word "mubeen" at 7 different places in the surah.

Again, I, Mubin and am proud to be a significant word of The Holy Quran. Alhamdulillah :)

While I will not be here, you will find me there......anytime....  )

No comments:

Post a Comment