Friday, November 20, 2020

নদীর নাম মায়াবতী


মাঝেমধ্যেই আমি উদ্ভট কিছু স্বপ্ন দেখি। তবে আজকের স্বপ্নটা একটু ব্যতিক্রম। আমি ব্রিসবেন রিভারসাইডে বসে আছি। আমার পাশে কবি মাইকেল। মাইকেল মধুসূদন দত্ত। ক্লাস টেনে যার কবিতা পড়ে বাংলাতে পাশ করেছি। মাইকেল আমাকে অবাক করে দিয়ে বললেন- বৎস, আমি যখন ফ্রান্সে ছিলাম, একসময় চরম হোমসিকনেসে ভোগা শুরু করি। তখন একসময় ভার্সাই শহরে বসে একটা কবিতা লিখেছিলাম- ‘কপোতাক্ষ নদ’। পরে সেটা প্রকাশিত হয়-‘চতুর্দশপদী কবিতাবলী’ কাব্যগ্রন্থে। আমি বিড়বিড় করে পড়লাম- “সতত, হে নদ তুমি পড় মোর মনে; সতত তোমার কথা ভাবি এ বিরলে…”।
মাইকেল আমাকে থামিয়ে দিয়ে বললেন- অনেকদিন হলো তুমি এখন প্রবাসে। মাঝেমধ্যেই বিষাদগ্রস্ত হয়ে পরো। তার উপর এখন কোয়ারেন্টিন চলছে। এটা কবিতা লিখার পারফেক্ট টাইমিং। তোমাকে আমি সাজেস্ট করবো একটা সনেট কবিতা লিখতে। কবিতার নাম হবে ‘ঘাঘট নদী’। কবিতা লিখলে বিষাদগ্রস্ততা একটুখানি হলেও প্রশমিত হবে।
আমি বললাম- ওরে বাবা। সনেট লিখা কি ছেলেখেলা কথা। চৌদ্দটা লাইন থাকতে হবে কবিতায়, আবার প্রতিটি লাইনে মোট চৌদ্দটা করে অক্ষর। সারাদিন প্রচুর ঝামেলায় থাকি জনাব- রিসার্স, স্টাডি, রান্না-বান্না, আর এখন আপনি বলছেন সনেট লিখতে। মাইকেল এবার একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন- আচ্ছা, তুমি বুকে হাত দিয়ে বল তো, এই নদীটাকে তুমি মিস কর না। আমি সাফ জবাব দিয়ে বললাম- না জনাব। আর আমি আপনার সাথে একমত না। বিশেষ করে ওই দুই লাইন- “বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে”। আমার কাছে পৃথিবীর সব নদীই একরকম। হয়তো একেক নদীর উৎপত্তি এক এক জায়গায়, কিন্তু দিনশেষে সবার গন্তব্য একটাই। সমুদ্র। সবাই একজায়গায় মিশে যায়। মাইকেল আরেকবার হাসি দিয়ে বললেন- বাছা, তুমি আমার কবিতাটা পড়ে বাংলায় এ প্লাস পেয়েছ ঠিকই, কিন্তু অনুধাবন করতে পারনি।
তারপর স্বপ্নটা ভেঙ্গে যায় আমার। ঘুম থেকে উঠে আজ চরম বিষণ্ণ হয়ে যাই আমি। পৃথিবীজুড়ে দুঃসময় চলছে। ইউরোপ আমারিকার রাস্তায় রাস্তায় লাশের মিছিল। এদিকে বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা। সারা অস্ট্রেলিয়া লক ডাউন। লাস্ট কবে ব্রিসবেন রিভারসাইডে গিয়েছি মনে নেই। মন খারাপ থাকলে প্রায়ই ওখানে যেতাম আমি। বিশেষ করে সন্ধ্যার সময়। বসে পরতাম আমার ফেভারেট স্পটে। এখন ওখানটায়ও যেতে মানা। বিনা কারণে বাসার বাইরে বের হলে ১৩০০ ডলার জরিমানা গুনতে হবে।
বিদেশের নদী আসলেই একটু অন্যরকম। ব্রিসবেন রিভারের উপর দিয়ে চলে গেছে গুডউইল ব্রিজ। আর রিভারসাইডে গড়ে উঠেছে অসংখ্য হাই রাইজ বিল্ডিং। বিল্ডিং আর ব্রিজ এর চোখ ধাঁধানো আলোর প্রতিফলন নদীর পানির উপরে এক অপরূপ আলোকচ্ছটা তৈরি করে। আমি অনেকটা সম্মোহিত হয়ে যাই। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। হোমসিকনেস আর বিষাদগ্রস্তটা নিমিষেই চলে যায়।
কিন্তু তারপরও ঘাঘট নদী কেনো? এতদিনে নদীতো আর কম দেখিনি। ছোটবেলায় থাকতাম পঞ্চগড়ে। সেখানে মাঝেমধ্যেই প্রাইভেট ফাঁকি দিয়ে বন্ধুরা মিলে চলে যেতাম করতোয়া নদীতে। কতবার যে সাঁতার শিখতে গিয়ে নদীর পানি খেয়েছি, তার হিসেব নেই। তারপর গেলাম খুলনায় পড়াশুনা করতে। আমাদের কুয়েটের পাশেই ছিল ভৈরব নদী। বোরিং ক্লাস, পরীক্ষা শেষে নদীর পাশে গিয়ে বসলেই চলে যেত সব অবসাদ। এরপর বিশ্ববিদ্যালয়য়ে শিক্ষকতার জন্য থাকতে হল নাটোরেরে কাদিরাবাদে। আর্মি ইউনিভার্সিটিতে। ওখান থেকেই একটু দূরে বড়াল নদী। বোরিং ফিল হলেই উইকেন্ড-এ চলে যেতাম ছাত্রদের সাথে। মাঝেমধ্যে আমার কুয়েটের জুনিয়র তাপস ফোন দিয়ে বলতো- ভাই আজকে আকাশ অনেক পরিষ্কার। চলেন ব্রিজ এ দাঁড়িয়ে তারা দেখব। আমি বাইক নিয়ে আসতেছি। ও বড়াল ব্রিজ এর উপর বাইক রেখে অনেকটা কবির মতো ভাব নিয়ে বলত- ভাই, আজ অনেকদিন পর আকাশের তারা দেখছি। আরেকবার সুযোগ পেলে আমি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং না পরে অ্যাস্ট্রোনোমি পরতাম। মাঝেমধ্যে ও নদীর পানিতেও আকাশের তারার আলোর প্রতিফলন খুঁজতো।
তারপরও এতো নদী থাকতে ঘাঘট কেনো? যতদূর মনে পরে, ঘাঘটে লাস্ট গিয়েছি আজ প্রায় চার বছর হলো। তাও গিয়েছি মোটে মাত্র একবার। রংপুর ক্যান্টনমেন্ট এর পাশ দিয়ে আঁকাবাঁকা একটা নদী। নদীর ওপারে কাশবন আর ঝাউবন। নৌকা দিয়ে পার হয়ে যেতে হয় এপার থেকে ওপারে। ওইদিন নদীর পারে বসে ছিলাম অনেকক্ষণ। চারদিকে শুনশান নীরবতা। নদীর পানির শব্দ আছড়ে পরছে ঘাটে, আর এক অপরূপ ছন্দ তৈরি করছে। কে জানতো, সেই সময় এক অজানা মায়াজালে বাঁধিয়ে ফেলবে এ নদী। এরপর যত নদীতেই গিয়েছি, কোনোটাই ঘাঘটের মতো মনে হয় নি। হয়তোবা হবেও না।
বাংলাদেশ ছেড়েছি প্রায় দেড় বছর হলো। অস্ট্রেলিয়া আসার পর প্রায়ই রাতে ঘুম আসতে চায় না আমার। তখন আমি চোখ বন্ধ করে একটা নদীর কথা ভাবি। ছোট্ট আঁকাবাঁকা একটা নদী। নদীর ওপারে কাশবন। আমি এপারে বসে একা। কি মায়াবতী নদী! দূর থেকে নদীর পানির কলকল শব্দ। সেই শব্দ আমাকে সম্মোহিত করে দেয়। আমার ঘুম এসে যায়।
হয়তো আমার কল্পনার ওই মায়াবতী নদীটাই-‘ঘাঘট’। ঘাঘট নদী রংপুর শহর থেকে খুব বেশি দূরে নয়। আমি রংপুরের ছেলে। তবুও বাসায় থাকতে কখনো এই নদীর প্রতি এতোটা টান অনুভব করিনি কখনো। হয়তো বন্ধুরা যাবার কথা বললে ব্যস্ততার ছলে কাটিয়ে দিয়েছি। আজ কেনো জানি খুব ইচ্ছে হচ্ছে ঘাঘটের পাড়ে গিয়ে বসি। হয়তো কোনো কবিতা রচনা করা হবে না। তারপরও।
মাইকেলের সাথে আমার আর কখনো দেখা হবে কিনা জানি না। দেখা হলে ওনাকে একটা কথা বলবো। স্যার, আপনার কথাটা আমি রাখতে পারিনি। আমি আপনার মতো প্রতিভাবান নই, তাই হয়তো ঘাঘট
নিয়ে সনেট লিখা আমার দ্বারা সম্ভব নয়। তবে আমি একটা গল্প লিখেছি। নাম শুনবেন স্যার? নদীর নাম মায়াবতী ।


মুবিন হাসান
পোস্টগ্রাজুয়েট স্কলার, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলোজি
ব্রিসবেন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া

My Fav Quote

 “..but Allah planned. And Allah is the best of planners.” (Al-Imran 3:54)


 “Verily, with hardship there is relief” (Qur’an 94:6)


********************************

"Who are you??"


" Who? Who is but the form following the function of what and what i am is a man in a mask." 


" Oh, I can see that." 


"Of course you can. I'm not questioning your powers of

observations. I'm merely remarking upon the paradox of asking a masked man who he is"


"Oh, right."


"But on this most auspicious of nights permit me then, in lieu of the most commonplace sobriquet to suggest the character of this dramatis persona..



Voilà! 

In view, a humble vaudevillian veteran, cast

vicariously as both victim and villain by the vicissitudes

of Fate. This visage, no mere veneer of vanity, is a

vestige of the vox populi, now vacant, vanished.


However, this valorous visitation of a by-gone vexation,

stands vivified and has vowed to vanquish these venal

and virulent vermin vanguarding vice and vouchsafing

the violently vicious and voracious violation of volition.


The only verdict is vengeance; a vendetta, held as a

votive, not in vain, for the value and veracity of such

shall one day vindicate the vigilant and the virtuous.

Verily, this vichyssoise of verbiage veers most verbose,

so let me simply add that it is my very good honor to

meet you and you may call me V"


- V  for Vendetta


Youtube: https://www.youtube.com/watch?v=TCpFfRlsjxg


*****************************************************

-"Momma always said, life is like a box of chocolates, you never know what you are gong to get"

-"I don't know if Momma was right or if, if it's Lieutenant Dan.

I don't know if we each have a destiny, or if we're all just floating around accidental-like on a breeze, but I, I think maybe it's both. Maybe both is happening at the same time."

-Forrest Gump 


******************************************************

We do not ask for the lives we are given, but each of us have the right to defend that life.

I have fought to defend mine. And when the forces of darkness return, you shall know I am out there, fighting to defend yours. 

I, the descender of the demon horde. 

I , my father's son. I... Frankenstein.


-I Frankenstein

********************************************************


I am a living corpse without a soul..


-I Frankenstein


********************************************************

Of course I will not hurt u.. ever, never.

But if u try to hurt me, u will fail again and again. 'cz I don't possess a heart..


- anonymous


********************************************************

"Love is an ugly, terrible business.. practiced by fools. It'll trample your heart and leave you bleeding on the floor. 

And what does it really get you in the end? Nothing but a few incredible memories that you can't ever shake."


-Little Manhatten


********************************************************


Harry-- Sectusempra..!!!

Snape-- You dare use my own spell against me..!!

I...am..the..half blood..prince.. 


- Harry Potter & The Half-Blooded Prince


********************************************************


Beware of the frozen heart


- Frozen


***************************************

I am Mr. lonely.. 


-Akon


***************************************

যার চোখে প্রজাপতি ভীষন সুন্দর তার চোখে প্রজাপতির ডানা ভাঙা দৃশ্য অসহ্য রকম অসুন্দর হবারই কথা।

তবে মাঝে মাঝে সবকিছু নিয়মের বাইরে চলেযেতেও পারে। স্বপ্নগুলো নিজ থেকে মরে যাবার আগেই তাকে নিজ হাতেই খুন করা কি ভালো না?

আমি প্রজাপতির ডানাদুটো শক্ত হাতে ভেঙে দিলাম।

আর পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে গেলাম!!!


-collected


********************************

"এ জীবনে কেউ জিতবে, কেউ হারবে, কেউ হারিয়ে যাবে এটাই নিয়ম। আবার হয়তো বিকেলের ছাদে কেউ একা কাঁদবে, কেউ হয়তো ভুলে জড়াবে এ শহরেরই ফাঁদে।"

-collected


********************************

"অন্ধ আবেগ কোন যুক্তি মানে না। চুপ করে থাকাটাই

শ্রেয়।"


- হিমু

********************************

"আমি ওকে গল্প শুনালাম। আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প... যে প্রদীপের মধ্যে লুকিয়ে থাকে আশ্চর্য ক্ষমতা সম্পন্ন এক দৈত্য। 

প্রত্যেক মানুষকেই একটা করে আলাদিনের প্রদীপ হাতে পৃথিবীতে পাঠানো হয়।

খুব কম মানুষই পারে ঘুমিয়ে থাকা দৈত্যকে জাগিয়ে তুলতে..."


-হিমুর দ্বিতীয় প্রহর


***************************************


হঠাৎ তাকিয়ে দেখি, আমার পা-খোড়া কুকুরটা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। কাওরান বাজার তার এলাকা । সে আমাকে দেখতে পেয়ে নিঃশব্দে আমার পাশে পাশে চলা শুরু করেছে। তার খোড়া পা মনে হচ্ছে পুরোপুরি অচল- এখন আর মাটিতে ফেলতে পারছে না। তিন পায়ে অদ্ভুত ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে চলছে। আমি বললাম, তিন পায়ে হাঁটতে তোর কষ্ট হচ্ছে না তো?

সে বলল, ঘেউ ঘেউ ঘেউ ।

কী বলতে চেষ্টা করল কে জানে কুকুরের ভাষা জানা থাকলে সুবিধা হতো। আমার জানা নেই, তার পরেও আমি তার সঙ্গে কথা বলতে বলতে এগুচ্ছি

‘তুই যে আমার সঙ্গে আসছিস আমার খুব ভালো লাগছে। মাঝে মাঝে খুব একা লাগে, বুঝলি? আমার সঙ্গে কী আছে জানিস? পদ্ম-নীলপদ্ম! পাঁচটা নীলপদ্ম নিয়ে ঘুরছি। কী অপূর্ব পদ্ম কাউকে দিতে পারছি না। দেয়া সম্ভব নয়। হিমুরা কাউকে নীলপদ্ম দিতে পারে না ।’

চৈত্রের রোদ বাড়ছে। রোদটাকে আমি জোছনা বানানোর চেষ্টা করছি। বানানো খুব সহজ- শুধু ভাবতে হবে- আজ গৃহত্যাগী জোছনা উঠেছে- চারদিকে থৈথৈ করছে জোছনা । ভাবতে ভাবতেই একসময় রোদটাকে জোছনার মতো মনে হতে থাকবে । 

আজ অনেক চেষ্টা করেও তা পারছি না। ক্লান্তিহীন হাটা হেঁটেই যাচ্ছি..


- হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম 

***************************************----

"পড়াশুনা একটা সাধনার ব্যাপার। এইটা তোমার দ্বারা হবে না।"

-আব্বু


***************************************

"বাবা, যুগ-যামানা বড়ই খারাপ। রাস্তা দিয়ে চলার সময় এদিক-ওদিক তাকাবে না। মাথা নিচু করে হাঁটবে"

-আম্মু


***************************************

"সারাদিন ল্যাপটপ এর সামনে বসে থাকবে না।চোখ নষ্ট হবে, চোখ নষ্ট হবে, চোখ নষ্ট হবে.."

-আম্মু

***************************************

"পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, সময় পেলেই কুরআন পড়বে.."

-আম্মু

***************************************

"জীবনটা রুপকথা না,বাবু।"

-বড়আপু

***************************************

"তখন তুমি হও নাই। আমরা দিনাজপুরে থাকি। আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন দোয়া করতাম,  আল্লাহ্‌, আমাদের বাসায় যাতে একটা লালবাবু আসে। আমার যাতে একটা লালবাবু ভাই হয়। আল্লাহ্‌ আমার দোয়া কবুল করলেন। আমাদের বাসায় একটা টুকটুকে লাল বাবু আসলো। সেইটা আর কেউ না, সেইটা হচ্ছো তুমি। বুঝলা?? "

-ছোটআপু

About me

 আকাশটা দেখতে ভালবাসি। ভালোলাগে আকাশের তারা দেখতে। ওরিওন, অ্যান্ড্রমেডা, সিরিয়াস, ক্যানোপাস…

 

শত শত আলোকবর্ষ দূরের নক্ষত্ররাজি থেকে ঠিকরে পড়া আলো আমাদের চোখে এসে ধরা পড়ে শতবর্ষ শেষে। তারাদের অতীত দেখে আমরা বিস্মিত হই। আশ্চর্য!  তাই না? গভীর রাতে ছাদে শুয়ে আকাশের তারা দেখেছেন কখনো? দেখতে পারেন। খারাপ লাগার কথা না।


অবাক হয়ে বৃষ্টি দেখতে ভাললাগে। মানুষের মনের উপর অদ্ভূত রকমের প্রভাব আছে বৃষ্টির। 


ছোটবেলাটাকে খুব বেশী মিস করি। বারবার ফিরে যেতে চাই ওই সময়টায়। বড় হবার কোনো ধরনের ইচ্ছাই আমার ছিলো না। এখনও নেই। তারপরও কেনো জানি মনের অজান্তেই বড় হয়ে যাচ্ছি।  হয়তোবা সবাই আমরা আমাদের অন্তিম পরিনতির দিকে অগ্রসর হচ্ছি। আমরা একটা মানবচক্রে আবর্তন করছি... যে চক্রের স্রষ্টা মহান আল্লাহ্ তাআলা..  


বই পড়তে ভলোলাগে। আমার কাছে পৃথিবীর সবথেকে সহজ কাজ বই পড়া। আর সবথেকে কঠিন কাজ কাপড় গুছানো। কথাটা শুনে বন্ধুরা অনেক অবাক হয়েছিলো। আামি অবাক হবার কোনো কারন দেখি না..


হিমুর সাথে কোনো ধরনের মিল আামার নেই। মিসির আলির সাথে? একদম না। হয়তোবা শুভ্র'র সাথে কিছু জিনিস মিলে যায়। তবুও আমি হিমু হতে চাই..


চিন্তা করতে ভালোবাসি। সামনে বই নিয়ে ঘন্টার পর ঘন্টা উদ্ভট-অবান্তর চিন্তা করে কাটিয়ে দিতে পারি আমি। টেবিলে ঘুমিয়ে রাত কাটিয়ে দেবার বেশ কয়েকটা রেকর্ড আছে আমার!


সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করি। হাসিখুশি দেখতে চাই কাছের মানুষগুলোকে। একাকী থাকতে খারাপ লাগে না। তবে মাঝেমধ্যে অকারনে মন খারাপ হয়ে যায়। 


একটা স্বপ্ন প্রায়ই দেখি আমি। হেঁটে যাচ্ছি গন্তব্যহীন কোনো উদ্দেশ্যে। অচেনা একটা রাস্তা ধরে। যে রাস্তা কখনো শেষ হয় না। অথবা শেষ হয়। অজানা একটা শহরে। যে শহরে কেউ কাউকে চেনে না। যে শহরে আবেগ মানুষকে স্পর্শ করে না। যে শহরে কারও কোনো প্রয়োজন নেই… 


In an anonymous city:

https://www.youtube.com/watch?v=52VgV6lVv7Y 


****************

I have had no desire to grow old like a man, I always wanted to remain a child..

But alas! I 'm growing older unconsciously..

Sometimes I become surprised computing my own age myself.. 

I can easily remember the day I was a little boy.. 

the day I learnt to walk  by creeping.. 

the day I went to school grasping mamma's hand..

Surprise! I am growing older in every second..

Gradually responsibility on my shoulder gotta weighted..

I wish I hv ALADIN's magic lamp, I would pray-

"I don't wanna became a man..

no never..

I wanna remain a child forever.. "

Almighty Allah granted my prayer.. He made my mind childlike which won't grow old anymore.. 

no.. ever.. never..


(Me, Mubin. The real phonetics is Mubeen & the meaning is - someone/something that speaks something clearly.

The word "Mubeen" appears 84 times in the Quran and 125 times in total (i.e with words like mubeena, Almubeen....)

Surah Yaseen (Chapter of Holy Quran) has 7 mubeens, i.e. you can find the word "mubeen" at 7 different places in the surah.

Again, I, Mubin and am proud to be a significant word of The Holy Quran. Alhamdulillah :)

While I will not be here, you will find me there......anytime....  )

Thursday, August 13, 2020

Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

 After praising, and thanking Allah he said:


"O People, lend me an attentive ear, for I know not whether after this year, I shall ever be amongst you again. Therefore listen to what I am saying to you very carefully and TAKE THESE WORDS TO THOSE WHO COULD NOT BE PRESENT HERE TODAY.

O People, just as you regard this month, this day, this city as Sacred, so regard the life and property of every Muslim as a sacred trust. Return the goods entrusted to you to their rightful owners. Hurt no one so that no one may hurt you. Remember that you will indeed meet your Lord, and that He will indeed reckon your deeds. ALLAH has forbidden you to take usury (interest), therefore all interest obligation shall henceforth be waived. Your capital, however, is yours to keep. You will neither inflict nor suffer any inequity. Allah has Judged that there shall be no interest and that all the interest due to Abbas ibn 'Abd'al Muttalib (Prophet's uncle) shall henceforth be waived...

Beware of Satan, for the safety of your religion. He has lost all hope that he will ever be able to lead you astray in big things, so beware of following him in small things.

O People, it is true that you have certain rights with regard to your women, but they also have rights over you. Remember that you have taken them as your wives only under Allah's trust and with His permission. If they abide by your right then to them belongs the right to be fed and clothed in kindness. Do treat your women well and be kind to them for they are your partners and committed helpers. And it is your right that they do not make friends with any one of whom you do not approve, as well as never to be unchaste.

O People, listen to me in earnest, worship Allah, say your five daily prayers (Salah), fast during the month of Ramadan, and give your wealth in Zakat. Perform Hajj if you can afford to.

All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over black nor a black has any superiority over white except by piety and good action. Learn that every Muslim is a brother to every Muslim and that the Muslims constitute one brotherhood. Nothing shall be legitimate to a Muslim which belongs to a fellow Muslim unless it was given freely and willingly. Do not, therefore, do injustice to yourselves.

Remember, one day you will appear before Allah and answer your deeds. So beware, do not stray from the path of righteousness after I am gone.

O People, no prophet or apostle will come after me and no new faith will be born. Reason well, therefore, O People, and understand words which I convey to you. I leave behind me two things, the QURAN and my example, the SUNNAH and if you follow these you will never go astray.

All those who listen to me shall pass on my words to others and those to others again; and may the last ones understand my words better than those who listen to me directly. Be my witness, O Allah, that I have conveyed your message to your people".

Collected from: http://www.islamicity.com/articles/Articles.asp?ref=ic0107-322

Wednesday, August 12, 2020

জাপান বৃত্তান্ত

 

একটা গল্প বলবো।

গল্পের নায়ক বাংলাদেশী এক যুবক। ২৮ কি ৩০ বছর বয়সী। বাংলাদেশের এক নামীদামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

যুবক জাপানে মাস্টার্স করছেন। দিনগুলো খুব ভালোই কাটছিলো যুবকের। কোর্সওয়ার্ক, রিসার্সওয়ার্ক আর গ্রুপ ডিসকাশন।

তারপর জাপানী এক তরুণীর সাথে ভাব জমে যায় সে যুবকের। তার সাথে গ্রুপ ডিসকাশন করতে গেলে সময় দ্রুত চলে যায়, সে কোনো প্রবলেম নিয়ে আসলে শত ব্যস্ততা স্বত্ত্বেও সেটা নিয়ে বেপরোয়া হয়ে যায় যুবক।

একদিন হঠাৎ সেই যুবক আবিষ্কার করে, তিনি সেই বিদেশীনীর প্রেমে পরেছেন। তারপরও ব্যাপারটা কখনো বুঝতে দেয় না। বিদেশ বিভূঁই বলে কথা।

ইউনিভার্সিটি থেকে একটা স্টাডি ট্যুর এর আয়োজন হয়ে যায় ইতোমধ্যে। অসাধারণ একটা জায়গা। তারপর তাপমাত্রা জিরো এর নিচে। যদিও উইন্টারে এখানে এটা খুবই কমন। জিরো এর নিচে সব টেম্পারেচারই সেইম মনে হয়।

হৈ-হুল্লোর, আর পার্টির মাঝে হঠাৎ যুবক খেয়াল করে, সেই রুপবতী তরুণী প্রচন্ড ঠান্ডায় এককোনে গুটিসুটি হয়ে কাঁপছে। যুবক ছুটে চলে যায় মেয়েটির কাছে। তারপর নিজের পরা মাফলারটি খুব যত্ন নিয়ে পরিয়ে দেয় মেয়েটিকে। এরপর খুব লাজুক দৃষ্টিতে তাকায় মেয়েটি। সেই দৃষ্টি তীর ধনুকের মতো আঘাত করে যুবকের বুকে। কি সেই মায়াবতী দৃষ্টি!

যুবকের কাছে স্ট্রিট ল্যাম্পের আবছা আলোটা হঠাৎ জোসনা বলে মনে হয়। সেই আবছা আলোয় অপরুপ সুন্দরী লাগে মেয়েটাকে।  যুবক হঠাৎ একটা ঘোরের মধ্যে পরে যায়। পাশের মানুষ টাকে মানুষরুপী পরী বলে মনে হয়। আর তারপাশে বসে সব থেকে সুখী মনে হয় নিজেকে। আচ্ছা, সময়টাকে ঠিক এই জায়গায় আটকে রাখলে কেমন হতো? মন্দ না।

তারপর অনেকগুলো দিন কেটে যায়। সেই যুবক দেশের একজন সুনামধন্য প্রফেসর এখন। ব্যস্ততার কারনে আর সময়ের ব্যবধানে চেনা সময়কেও অচেনা মনে হয়। 

কোনো কোনো রাতে ঘুম আসতে চায় না তাঁর। তখন চোখ বন্ধ করলেই ওই সময়টায় ফিরে যান তিনি সেই স্ট্রিট ল্যাম্প, সেই গ্রুপ ডিসকাশন, সেই স্টাডি ট্যুর।সেই রঙিন মাফলার, আর মায়াবী সেই দৃষ্টি। আহা সেই দিনগুলিতাঁর ঘুম এসে যায়।

সুখের স্মৃতিগুলো স্বপ্ন হয়ে ধরা দেয়।