ঈদের ছুটি
প্রায় শেষ। বাসায় আব্বু, আম্মু আর আমি। বড় আপু আসছিলো, চলে গেছে। ছোটভাই দুইটা-
ওরাও চলে গেছে। প্রত্যেকবার ছুটি শেষ হবার কয়েকদিন আগেই কাম্পাসে ফিরে যেতাম আমি। রিপোর্ট
লিখা, পড়াশুনা করা- সিজিটা একটু বাড়াইতে হবে তাই। এইবার আর সেই তাড়া নাই। কাজ কাম
নাই, মুভি দেখি, ফেবুর টাইমলাইন গুঁতাই। লাইফটা হঠাৎ Destination less মনে হচ্ছে। আজাইরা টাইম নষ্ট করি। লাইফটা একটু সাজানো
দরকার। পড়াশুনা করা দরকার।
কয়েকদিন আগে
ছোটভাই ঈদ নিয়ে একটা কবিতা লিখছে। ওর দেইখা আমিও একটু ট্রাই মারলাম আরকি! মাথা
দিয়া ভাবমার্কা কবিতার লাইন বের হয় না। যা বের হইছে সব বাচ্ছা-বাচ্চা টাইপ word।
ক্লাস ওয়ান- টু টাইপ। বুঝতেছিনা কতোগুলা পঁচানি খাবো।
;P দিয়ে
দিলাম পোস্ট কইরা ;)
অলস সময়
-কবি মাহমুদুল হাসান মুবিন
১৭/০৯/২০১৬ (কুরবানি ঈদের দ্বিতীয় দিন)
এমনিভাবে অলস করে-
যাচ্ছে সময় চলে…
সময়ের পিছে সময় খুঁজে-
পিছে পরছি মিছে।
ঘাড়ে যখন জুটবে কোনো বোঝা-
সময় খুঁজে পাবে নাকো কোথা।
বুঝবে তখন-
কেমন মজা সেথা।
সাঁতার যদি নাইবা পারো-
ডুবছ কেন জলে?
জলপরী যে টানবে তোমায়-
ছাড়বে না কোনো ছলে..
FB তে এতো টাইম দিয়ে-
লাভটা কি আর হবে?
ব্যাপারটা তো এমন না যে-
লাইক বেচে খাবে??
No comments:
Post a Comment