যারা আমার মতো ভুলোমনা, যারা পাঁচতলার রুম এ তালা দিয়ে বের হবার পরও তিন তলায় নেমে সন্দেহে ভোগেন, আবার পাঁচতলায় উঠে তালা মারছেন কিনা চেক করে দেখেন, ইঞ্জিনিয়ারিং আইডিয়াটা তাদের জন্য।
রুম থেকে বের হবার সময় জাস্ট একটা পিক তুলে রাখেন তালার। পারলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলেন। DSLR লাগবে না, আপনার android অথবা Nokia 2700 classic
টিই যথেষ্ট।
পরে confusion এ থাকলে মোবাইল খুলে তালার(!!) পিক দেখবেন আর স্বস্তির
নিঃশ্বাস ছাড়বেন। All is well, All is well, All
is well.
আইডিয়াটা
হঠাৎ মাথায় আসলো। কদিন থেকে খুব কাজে দিচ্ছে। আপনিও apply করে দেখতে পারেন এই ইঞ্জিনিয়ারিং আইডিয়া :v :v
ভালো থাকবেন সবসময়।
No comments:
Post a Comment